আঁখি তাই তো এমন করে বলেছে
এ মন আছে তোমারই পথের পানে চেয়ে সারাক্ষণ ।।
কী যে চঞ্চলতা রং ছড়িয়ে বনে
আসে মহুয়া মাতাল অলি কুঞ্জবনে
যেনো তোমারই চরণ ধ্বনি তোলে গুঞ্জন ।।
কুঞ্জ কুঞ্জ মেঘে কুঞ্জ তৃষা
মুগ্ধ মনের তবু পায়না দিশা ।
এই বকুল ঝরানো দিন পত্র রাগে
কমপ্র মাধবী মন দোলা লাগে
যেন তোমারই নয়ন কোণে তোলে অঞ্জন ।।