এ আকাশকে সাক্ষী রেখে
এ বাতাসকে সাক্ষী রেখে
তোমাকে বেসেছি ভাল
তুমি মোর নয়নের আলো।।
এ জীবন যারে হেসে খেলে
বধু বেশে তোমায় কাছে পালে।
আমি থাকবো তোমারই হয়ে
এই মন বলে আজ ডেকে।।
বড় একা ছিলাম পৃথিবীতে
এলে শূন্য হৃদয় ভরে দিতে।
আমি ধন্য তোমায় কাছে পেয়ে
তুমি থাকবে আমার দুখে সুখে।।