স্বপ্ন গুলো মেলছে ডানা
তোমায় ভালবেসে।
কষ্ট গুলো সুখ হয়ে যায়
তুমি কাছে এলে ।।


সাত সমুদ্দুর পাড়ি দেব
তুমি সাথী হলে,
নীল পদ্ম তুলেছি  আজ
তোমায় দেব বলে ।।


তুমি থাক ভাবনা মাঝে
সারা দিন মান।
বুকের মাঝে আছ তুমি
সপেঁছি মনপ্রাণ ।।


চোখরে আড়াল হলে তুমি
দু’’চোখ জলে ভরে ।
কি মায়ায় বেধেঁছো আমায়
ভালবাসার ডোরে।


(মঈনুল ইসলাম)
লেখার সময়ঃ  রাত ১২.১০,  ডিসেম্বর,২০১৩
জাপান গার্ডেন সিটি,  মোহাম্মদপুর , ঢাকা
স্বপ্ন গুলো মেলছে ডানা

কথা- মঈনুল ইসলাম
সুর- ডাঃ ইকবাল
আবহ সংগীত- জাহিদ   বাশার পংকজ
শিল্পী- আলম আরা  মিনু