---স্থায়ী বা মুখ----
হয়তো বিজয় না হয় শহীদ
শপথ করছি ভাই
গাজী হতে চাইনা মোরা
শহীদ হতে চাই।
-১ম কলি/১ম অন্তরা/অন্তরা--
ব্যক্তি স্বার্থ চাইনা মোরা
দ্বীনের বিজয় চাই
রক্ত লাগলে ঢেলে দিবো
জীবন মায়া নাই।
এই জীবনতো মহান রবের
কোনো চিন্তা নাই!
---২য় কলি/২য় অন্ততরা/সঞ্চারী---
কাফিন মোড়া পাখিগুলোর
শোধ নিবো ভাই।
সীসা ঢালা প্রাচীর হয়ে
লড়ে যাবো তাই।
বীরের মতো হুংকার দেরে
আল্লাহ মোদের সহায়/ই!
-শেষের কলি/৩য় অন্তরা/আভোগ-
কাফেলার হে মুজাহিদ গন
ছুটে আসো ভাই
তাগুতেরে কতল করবো
ঈমান আনছি তাই।
ওদেরকেতো ছাড়বোনা আর
বিজয়ী গান গাই।