তুমি শুধু নদীর ভাঙন দেখো আমার মন দেখো না
গোলাপের সুবাস তুমি জানো আমার হৃদয় জানলা না।
বন্ধু তোমার কুসুম কুসুম পিরিতি ভালা না
চাঁদের অনেক ফর্সা রঙ আমার কি বুঝি কালা?
তোমার দিকে চাইতে গিয়ে না দেখিলাম বায়োস্কোপে খেলা
জোয়ার আসলো বয়সকালে আমায় জাগায় তুমি তো তুল্লা না।
হৃদয়ে বিঁধেছে ফুলের কাঁটা সরায় তুমি তো নিলে না
ভালোবাসায় দুলছে বুকে চাঁদ তুমি পূর্ণিমাতে খুঁজতে এলে না
এমনই এক ফুলের সুবাস তুমি দুই দুয়ার খুলে দেখতে দিলে না।
কাঁকন চিনো শাড়ি চিনো মনের মানুষকে চিনো না
বন্ধু তোমার কুসুম কুসুম পিরিতি ভালা না
ভাবনা করে পাইনা আমি কি হলো করে মাদুলী
বয়স যায় চুপিচুপি তোমার মন কেন টলে না।