না আসমানে না জমিনে
রেখেছি তোরে অন্তরে
পারবি না কোথাও চলে যেতে
তোর মিষ্টি চুলের ঘ্রাণে আমার ভিতর বাহির নড়ে।
দুহাতে জড়াইয়া রাখি প্রাণের পাখি তোরে
আমার বুকের মধ্যিখানে আদরে যতনে
পারবি না আমায় ছেড়ে থাকতে গিয়ে দূরে
তোর, মিষ্টি চুলের ঘ্রাণে আমার ভিতর বাহির নড়ে।
যা বলিনি এতোদিন বলছি আজ তোকে
ভালোবাসি তোকে আমি জেনে যাক আজ লোকে
তোর আদরে মন আমার কেমন জানি করে
তোর, মিষ্টি চুলের ঘ্রাণে আমার ভিতর বাহির নড়ে।
অচেনা এক পথ ধরে এলাম বহুদূর
চেনা চেনা লাগে কিছু মানুষের সুর
বনের বাতাস মনের কাছে প্রেমের কথা বলে
তোর হৃদয়ে আমার কথা একটু নড়ে চরে
অন্তরে অন্তরে রেখেছি আজও তোরে
তোর, মিষ্টি চুলের ঘ্রাণে আমার ভিতর বাহির নড়ে।