এক মনে দুই মানুষে করে দাবিদার
আমার কি চাওয়া নেই শুধুই তোমার?
ক'ফোঁটা রেখেছো চোখে নয়নের নার
তোমরা যে বল শুধু আমাকে আমার আমার।


আমার কি মন নেই নেই কোন কথা
জানতে কি চেয়েছো কভু হৃদয় কথন?
যে প্রেম রেখেছি আমি গহীনে গোপন
দেখেছো কি তার সেই ফুলের অয়ন?
ভালো নেই বালিকার মন ভেঙে গেছে বুকে সেতু তার।


সাদা হই কালো হই আমি তো এক
নিজের ইচ্ছে আছে আছে বিবেক
লাগে ভালো আমায় তোমার করছি স্বীকার
তাই বলে কি ভাঙবে তুমি আমার সব অধিকার?
ফুল ফোটে সুন্দর সব কি হয় পূজার?
তোমরা যে বল শুধু আমাকে আমার আমার।