তোমারে নাহি হারাতে চাই না যেতে দেবো দূরে
জড়াইয়া রাখিবো বুকেতে আমার নয়নো অন্তঃপুরে।


ধরিয়া রাখিবো আঁচলের পাড় হাতের মুঠোয় করে
মনের কথা বলিবো তোমায় আঙুলে রঙ ছুঁয়ে।


শুকিয়েছে কত নদীর জল ঝরেছে ফুলের কলি
মনের কথা বলেছি তোমায় আজো আবার বলি
দেহ মন সব সঁপেছি তোমায় নিরলে পাবো বলে।


দেখাবো কারে হৃদয়ের রোগ সারিবে কোন ওঝা
মনের ঘরে জ্বালিয়ে প্রদীপ দিন করে রাখো নিশা
তোমাতে মরি পরানে ধরি যাই নাম জপে জপে।