পাখির সাথে কথা কইও আমার সাথে আর না
আমার সাথে কথা কইতে তোমায় করছে মানা
নদীর সাথে কথা কইও আমার সাথে আর না
আমার সাথে কথা কইলে বাড়বে প্রেম,যন্ত্রনা
বন্ধু তুমি প্রেম করিয়ো অন্য মানুষ মন চিনিয়া।


মুখের জবান কাইড়া নিলা কেমনে হৃদয় দিবা বেড়া
গতর ভরা আমার পিরিত বুকে ঢেউয়ের স্রোতধারা
কেমনে তুমি বাঁচবা এখন আমায় পাশে ছাড়া
তোমার সাথে কথা কইতে আমায় করছে মানা।
ফুলের সাথে কথা কইও আমার সাথে আর না
আমার সাথে কথা কইতে তোমায় করছে মানা
চাঁদের সাথে কথা কইও আমার সাথে আর না
আমার সাথে কথা কইলে বাড়বে প্রেম যন্ত্রনা
বন্ধু তুমি প্রেম করিয়ো অন্য মানুষ মন চিনিয়া।


একই গাঙে তুমি আমি দুই কিনারায় চলো দুইজন অথৈ জলে নামি
ঝড় বাদলে ভাঙছে ঘর উতলা হইছে ভরা নদীর পানি
মানবে না তোমার কেউ আমারও সেই একই
জীবন দিয়ে চলো দুইজন প্রেমের ইতিহাস এক লিখি।
অন্যের সাথে কথা কইও আমার সাথে আর না
আমার সাথে কথা কইতে তোমায় করছে মানা
গাছের সাথে কথা কইও আমার সাথে আর না
আমার সাথে কথা কইলে বাড়বে প্রেম যন্ত্রনা
বন্ধু তুমি প্রেম করিয়ো অন্য মানুষ মন চিনিয়া।