হুম কালো মেঘ
ঐ দেখ
দুচোখে
এখনও এক।
রাত হয় নিঝুম
নির্ঘুম
হৃদয়ে
ব্যাথা অনেক।
পাহাড় ভেঙে
আসে
যে আলো
তোর ঐ মুখে।
থাক না আমার
মনে
এক কোটি
সবুজ সুখে।
ডুবে যাবে
সূর্যের
অস্তটা
বিকেলের ওম ।
বৃষ্টির ছন্দে
আমি
অহর্নিশ
খুঁজি তোর হাত।
চোখে গল্প
অল্প
পুরনো
বন্ধুর আঘাত।
থাকিস সুখে
রেখে
আমাকে
ওর বুকে ঘুম।
পাড়ার মোড়ে
পড়ে
শিব মন্দির
বেলপাতা ফুল
দাড়াই আমি
তোরই
পিছনে
হৃদয় ব্যাকুল।
আমাদের আর
হয়নি
তুমুল প্রেম
স্বপ্নের কুমকুম।