আমি বনলতা পার্বতী নই
আমি শকুন্তলা সাবিত্রী নই
আমি আমার মত সুগন্ধি মোমবাতি
রাতের রজনীগন্ধা জুঁই।
কবির কবিতা নয় মিথ্যে বনলতাও
ছিলো তার সত্যি
দেবদাসও মরে ছিলো প্রেমের টানে
অনেক কেঁদেছিলো পার্বতী।
জ্বলন্ত সিগেরেট আমি পুড়ছি ঠোঁটে
স্বপ্নের বুকে রোজ মাথা পেতে শুই।
ফুল দিয়ে সাজালে মালা শুভা পায়
জন্মদিন নয় শবযাত্রায়
কারো মুখে হাসি থাকে কারো দুচোখ
ভাসে কান্নায়
আমার সর্বনাশে কার পড়েছে দায়
বিগলিত হৃদয় আর হবে না দুই।