কি বলিবো কইন্না তোমার রূপের হয় না তুলনা
পুরুষ মানুষ আইটকা গেছে দুই চোখ সরে না।
কি বলিবো কইন্না তোমার রূপের হয় না বর্ণনা
পুরুষ মানুষ আইটকা গেছে দুই চোখ সরে না।
শরীর ভরা যৌবনের ঢেউ নয়নভরা পিরিত
পৌষ মাসে বালিশ ফাঁকা মাঘ মাসে লাগে না গায়ে শীত
অঙ্গে অঙ্গে ছিঁটাও চন্দন ফুলের বসন দিয়া
কচি গায়ে রূপের যৌবন উঠিছে উৎলাইয়া।
নজর দিলে রূপ কমে না রূপ কমে বয়সে
লুকায় রাখলে আগুন দেহে জ্বলবে সারা অঙ্গে
কত জায়গায় আটকায় পুরুষ সে নারীর কাছে পারে না।
কদম ফুলের মিষ্টি গন্ধ লাগে কৃষ্ণচূড়ার নাকে
তোমার সাথে হইলো দেখা প্রথম সেই বৈশাখে
চোখের জ্যোতি কমছে আমার তবু তোমায় দেখার স্বাদ মিটে না।