তোমাকে ভালো করে দেখাই হলো না
কথাই হলো না প্রেমের একটি অনুচ্ছেদ
এক জীবনের ভালোবাসা
একটি মাসেই করে দিলে  বিচ্ছেদ
এ কেমন তোমার প্রতিশ্রুতি মরার আগেই করলে হৃদয় ব্যবচ্ছেদ।


তোমার মনে ভুলের কাঁটা আমার বুকে  বিধলো নানান বিভেদ
একই ঘরে শূন্য দুজন তোমার মনে নেই কোনো খেদ!
হৃদয় জুড়ে তোমার বাড়ি কেমন করে করি বল উচ্ছেদ?


যায় কি বলা মনের কথা মন যদি হয়  চূর্ণ শতকোটি
সর্বদোষে দোষী হলাম তোমার নাকি ছিলো না কোন ভুল ত্রুটি
চোখের ভিতর অনেক গল্প তুমি শুধু দেখো মুখের প্রচ্ছেদ।