চোখে চোখে খেলা হোক লীলা হোক আরও
দেখি বন্ধু কত তুমি প্রেম বিলাতে পারও ।
আমি প্রেমের শর্বরী সর্ব অঙ্গে চাঁদের রূপ ধরি
ঠোঁটে ভাসাইয়া রাখি কাম মনোরম মাধুরী
তুমি ডুবে ডুবে খেয়ো জল জানবে না সেও
দেখি বন্ধু কত তুমি প্রেম বিলাতে পারও ।
লাগিলে নয়নে ঢেউ নেশা বাড়ে রূপে
প্রেমের আগুনে অঙ্গ থরেথরে কাঁপে
চুলের গন্ধে মাতাল হলে ফুলের অঙ্গ ধরও
দেখি বন্ধু কত তুমি প্রেম বিলাতে পারও ।
আমার মনে আসিলো প্রেম ভাসায় দিলো নেত্র
যৌবনে লাগিলো দোলা দেহে জাগিলো কামসূত্র
হৃদয় ছুঁয়ে গেলে তুমি এ বুকের পাঁজরও
দেখি বন্ধু কত তুমি প্রেম বিলাতে পারও ।