নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরশনে
আমার দুঃখ ছিলো যত মনে মনে
আমার দুঃখ ছিলো যত মনে মনে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে


চিত্তের পালকে লাগাই ময়ূরের পাখ
মেঘ হইয়া তোমার ছবি আমার অন্তরে থাক
উড়ে যাবো তোমার বাড়ি শ্রাবণ মাসের দুপুরে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
আমার দুঃখ ছিল যত মনে মনে
আমার দুঃখ ছিল যত মনে মনে।


বার মাসে তেরো পূজা তেরো ফুল ফোটে
বন্ধু ভাবে নিদ্রা ভেঙে আসবো না তার কাছে
ভালোবাসা মধুর জানি দিলে তুমি যতনে
ঝড়ে পড়ে প্রেম আমার গহীন বুকের স্থাবরে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
আমার দুঃখ ছিল যত মনে মনে।
আমার দুঃখ ছিল যত মনে মনে।


পিরিতি জানে না নারী পরাণ খেলে পাশা
দ্রৌপদীর খোলে শাড়ি আমার ভাঙে আশা
শিথানে শুয়াইয়া রাখি শ্রাবণ মাসের চাঁন্দেরে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
আমার দুঃখ ছিল যত মনে মনে।
আমার দুঃখ ছিল যত মনে মনে।


নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
আমার দুঃখ ছিলো যত মনে মনে
আমার দুঃখ ছিলো যত মনে মনে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে
নিভিল নয়নের অনল গো বন্ধু তোমার দরোশনে