তোমার একটা নাম শুনেছি সুমিষ্ট গন্ধ তার
বন্ধু আমার বুকের ভিতর লাল গোলাপের চার
হৃদয়ে ফোটাইয়া তারে করেছি নানান বাহার
বন্ধু আমার বুকের ভিতর লাল গোলাপের চার।
লাল গোলাপ নরম নরম বন্ধুর মন
তারে দেখে জুড়াইলো আমার দুই নয়ন
ভিজা ভিজা গাছের পাতা সবুজ তাতে খাসা তার
বন্ধু আমার বুকের ভিতর লাল গোলাপের চার।
পথের ধারে বন্ধুর বাড়ি সামনে গাছ সারিসারি
ছাদের উপর শুকায় শাড়ি আমি দেখলে লজ্জা তার
বন্ধু আমার বুকের ভিতর লাল গোলাপের চার।