ওরা বলে এখন তুমি নাকি হয়েছো
ভীষণ সুন্দরী
গায়ের রঙ হয়েছে উজ্জ্বল চলনে বলনে
হয়েছো মাধুরী
ওরা যে যাই বলুক তুমি আমার কাছে
আজও কৃষ্ণকলি।
খোঁপার ঐ ফুল শুকায়নি তার
যায়নি সে আজ ছাদে
চোখের কথা কি সব মুখে বলা যায়
দু'ভাগে চুল সে বাঁধে
নূপুরের ছন্দে ভরে উঠে মন
হাতে বাজে তার সেই চুড়ি ঝুনিঝুনি
কপালে তুমি নাকি লাল টিপ পড়েছো
শাড়িতে দিয়েছো নতুন কুচি
মেঝেতে এঁকেছো আল্পনা খুব
বানিয়েছো নারু পায়েস লুচি
শরতের কাশফুলে লেগেছে দোলা
হৃদয়ে ছুঁয়ে গেলে তুমি তন্নী।