কিছু কথা বলি তোমায় মন থেকে নয়
তোমারও প্রশ্ন থাকে অকারণে অসময়
কিছু কথা ধরতে নেই কিছু থাকে আবরণ  
তোমার আমার মধ্যে সেটাই হৃদয় ভাঙার কারণ।


ইচ্ছে থাকে ভালো রাখি তোমায় আজন্ম
একটি কথায় ভাঙো মন করি না তা কাম্য
ব্যবহারে বুঝি তোমার ঐ মনের আচরণ
তোমার আমার মধ্যে সেটাই হৃদয় ভাঙার  কারণ।


কারো কারো মুখের কথায় এতোটাই থাকে দোষ
জ্বলন্ত তোষের আগুনে যেন পুড়ছে মানুষ
নিঠুর তোমার মনের ব্যাধি মধুর নয়তো চোখের চারণ
তোমার আমার মধ্যে সেটাই হৃদয় ভাঙার  কারণ।


ব্যাহত হয় বুকের ব্যাথা তোমায় সুখি দেখি যখন
হৃদয় জুড়ে তখন তুমি কর আনন্দে মন ভ্রমণ
আজি শূন্য হৃদয় কাঁদছে বসে ভালোবাসার নেই বিচরণ
তোমার আমার মধ্যে সেটাই হৃদয় ভাঙার  কারণ।