তোমারে দেখেছি আমার নয়নেরো দ্বারে
এমন কইরা ভাল্লাগেনায় কাউরে,
আমার
এমন কইরা ভাল্লাগেনায় কাউরে
তোমারে দেখেছি আমার হৃদয়ও মাঝারে
এমন কইরা ভাল্লাগেনায় কাউরে,
আমার
এমন কইরা ভাল্লাগেনায় কাউরে।
আগে কেন দেখি নাই তোমায় দেখি নাই তোমার বদন
মাঝ দরিয়ায় আমি এখন তোমার গায় নয়া রূপ যৌবন
প্রেমের বাতাস বইছে মনে শুদ্ধ ঘ্রাণ শুকি অন্তরে।
কলিজায় দিয়াছে নাড়া তোমার সপ্ত সুরে শরীর ভরা
অপূর্ব কয় এই ভাবিয়া পারলাম না বুঝাইতে মনরে।
আজ দর্পণে মিলাইয়া দেখি বয়স হয়েছে ভারি
আর মানায় না কাঁচা প্রেম অধরে।
আমার আর মানায় না কাঁচা প্রেম অধরে।