তোমার চোখের উৎসাহে আমি পাগল পাগল প্রায়
কাজল চোখের দুষ্ট কথায় মন বলে হায়!হায়!মন বলে হায়!হায়!
কি করি উপায় গো,কি করি উপায়
চোখ মেরেছে আমায় যুবতী মাইয়ায়।


অল্প বয়সের যুবতী চোখ ভারী সুন্দর
যেমন তাহার দেহের গঠন তেমনই গতর
দেখিলাম তারে আমি বিয়ের কুঞ্জ সজ্জায়
বিয়ের বয়স আমার ও তো এখন চলে যায়।


দেখতে নারী মিষ্টি ভারি অল্প ভাষী প্রায়
প্রেমের হাওয়া সর্ব অঙ্গে যৌবনে উথলায়
প্রাণ খুলিয়া বলি তারে রেখো না অন্তরায়
তোমার প্রেমে পুড়ছি আমি বলছি নির্দ্বিধায়।


আগুন জ্বলে ধিকিধিকি প্রেম আগুনের শিখা
তোমার চোখেই মরণ আমার নইলে হইতো না আর দেখা
কাল সকালে মজলে ফুল খুঁজো তোমারই খোঁপায়।