আমার হাতের রেখায় তুমি নাই গ্রহ নাকি আজ বৈরি
জ্যোতিষ আমার মন ভেঙেছে তুমি বুকের সিঁড়ি।
তোমার নাকি রাজকপাল বরের রাজযোটক
গ্রহদোষে আমার নাকি জীবন হবে উলোটপালোট
তোমার কথায় সত্যি হলো পুড়লো হৃদয় বাড়ি।
জ্যোতিষ আমার মন ভেঙেছে তুমি বুকের সিঁড়ি।
এতো কালের পিরিত রে বন্ধু দিলা না তার দাম
কলিজাতে বইসা কর আমার শত বদনাম
বোকা মনে টোকা দিলে হৃদয় গুঁড়িগুড়ি।
জ্যোতিষ আমার মন ভেঙেছে তুমি বুকের সিঁড়ি।
অবহেলে মানুষটারে ভাবলা তুমি পর
কেমন করে করলে তুমি অন্যের সাথে ঘর?
মনে কি আজ দেয় নাই কামড় আমার প্রেমের ছুরি?
জ্যোতিষ আমার মন ভেঙেছে তুমি বুকের সিঁড়ি।