একটি কথায় ভুল হবে একটি কথায় ফুল
এক মানুষের বুকে থাকবে আরেক মাথার চুল
এক মনেতে দ্বন্দ্ব হলে আরেক মন ভাঙবে তার
এইতো আমি ভালো আছি রঙিন সাদা  অপুর সংসার।


কলাপাতায় দিলাম ছাতা বৃষ্টি পড়ে টুপিটুপ
আমার পায়রা তোমার ঘরে ভিজা শরীর চুপিচুপ
দেইখেও ঘরের ফুলদানিতে রেখেছি  ফুল দুটি তোমার।


পূজার ঘরের ধূপ আরতি কর্পূর ফুলের গন্ধ
ভিজা চুলে তুলসীতলায় তোমার নূপুর চলার ছন্দ
আসলে আসুক শ্যাম রাধিকা তিলক জল দেবো উপহার।


অনেক ভুলের মাঝে আমি নদীর নামটাই শিখি
চক সিলেটর হৃদয় খুঁড়ে তোমার নামই লিখি
পাখির মত খড়কুটোতে স্বপ্নগুলি বুনে
হাত ছুঁয়েছি পরানে বারংবার ।