তোমায় কইতে গেলে মনের কথা আউলা আউলা লাগে
আসে না এই মুখে কথা পড়ি বেড়াজালে
তোমায় কইতে গেলে মনের কথা আউলা আউলা লাগে
বাড়াইছি হৃদয়ের পিরিত বসন্তেরও কালে
আসিও আমার মনে বন্ধু তোমারও মনে চাইলে।


লাগছে শরম তোমার গায়ে লাগছে আমার মনে
মুখের শরম ঢাকবো কিসে তাকাইলে নয়নে
দুই হাতে তুলিলাম তোমার মুখ চাঁদ দেখিলাম যেন সকালে।


বুকের বেদন চিকন চিকন রৌদ্রের মুখখান আফসা
না দেখিয়া কাল তোমারে  চোখ করিলাম ঝাঁপসা
তোমার মুখের আলোর কিরণ ছাপ পড়েছে আমার মনেরতলে।


শ্যাওলা জমে জল কালো হয় মন কালো হয় রাগে
তোমারে দেখিলে আমার ভীষণ ভালো লাগে
সেই কথা পারি না বলিতে বন্ধুয়া তোমারে দেখিলে
মনেরে বুঝাইয়ো তুমি রাত্রি গোপন হইলে।