আমি তোমার হাত ধরে হাঁটতে চাই
পৃথিবীর শেষ প্রান্তেও
আমি তোমার সাথেই হতে চাই আরও
কয়েকশো বার বুড়ো।
এই হৃদয়ে লিখা থাকবে আমার অন্ত আদি
আমি ভালোবাসি তোমার দুর্লভ দুচোখ
ঘাস ফুল নদী।
আমি তোমায় নিয়ে বাবা হতে চাই
বাঁচার দেখি সুখ স্বপ্ন
আমি তোমার জন্য ঘুরে এসেছি
চুরাশি লক্ষ যোনি জন্ম
তুমি নির্মল হবে মা ডাক শুনে জুড়াবে বুকের ভিতর আমারও
আমি তোমার সাথেই হতে চাই আরও কয়েকশো বার বুড়ো।
আমি তোমার সাথে করতে চাই আরও
ভুলত্রুটি খুনসুটি
আমি তোমার জন্য চাঁদকে দিয়েছি
কৃষ্ণপক্ষে ছুটি
আমি মহুয়ার ঘ্রাণে মাতাল হলে বুকে ঘুম পাড়িয়ে ধরো
আমি তোমার সাথেই হতে চাই আরও কয়েকশো বার বুড়ো।
যে তোমাকে দিয়েছি বুকের এই আধা অংশ
আমি মরে গেলেও যেনো তোমার হৃদয়ে থাকি অক্ষত
মানুষ মরে নিয়ম করে ভালোবাসা থাকে বুকে জড়োসড়ো।
আমি তোমার সাথেই হতে চাই আরও কয়েকশো বার বুড়ো।