যুবক তোমার ঠোঁটের কোনে শিউলি ফুলের হাসি
আর যাবো না ফুল তুলিতে মন হলে উদাসী
শাপলা বিলের পাশে বাড়ি ডান দিকের ঐ মুড়ে
আমার বাড়ি আইসো বন্ধু যদি মনে পড়ে।


রাইতের বেলা চান্দের প্রসর গাছ গাছলীর ঘ্রাণ
মাটির চুলায় রান্না করি মধ্যিখানে  উঠান
নদীর পাড়ে ঘুরতে যাবো তোমার হাত ধরে
আমার বাড়ি আইসো বন্ধু যদি মনে পড়ে।


পাকা ধানের মিঠা ঘ্রাণ শীতল শীতল হাওয়া
ভর দুপুরে গাছের তলে জুড়াইয়ো বুকের ব্যথা
জাম দিবো মুঠিমুঠি আম দেবো তোমায় পেড়ে
আমার বাড়ি আইসো বন্ধু যদি মনে পড়ে।


পাখি ডাকে দিনের বেলা রাতের বেলায় ঝিঁঝি
সন্ধ্যার পর এনে দেবো একমুঠো জোনাকি
ক্ষেতের ধানের পিঠা দেবো পায়েস দেবো বাটি ভরে
আমার বাড়ি আইসো বন্ধু যদি মনে পড়ে।