পুড়িয়ে দিয়ে চোখ বলেছিলাম ওকে
অপূর্ব এই নামের পাশে রাখবো আমি তোকে
জানি না সে আজ কার সঙ্গে থাকে
সেই পুরুষ কি আমার মত তাকে ভালোবাসে?
আগুন জ্বলে কই? আগুন জ্বলে কই?
জুড়িয়ে দিবে দুচোখ আমার এমন মানুষ কই?


দেখলো না কেউ মনের ঘরে ঢুকে
আমি ছাড়া তার সাথে কি মানায় অন্য কাউকে?
খালি খালি লাগে এখন তোকে ছাড়া বুকে
জ্যো‍‍‌ৎস্না হয়ে থাকিস রাতে আমার দুটি চোখে।


দিনেদিনে বাড়ছে বুকে ব্যথা কষ্টগুলো মনে বড় হচ্ছে
তুমি যদি একলা আকাশ হতে আমার ছিলো বৃষ্টি হবার ইচ্ছে
চোখেরতলে জলে ভরা নদী ডুব দিয়ে পাইলাম না খুঁজে তোকে।