আবার যদি দেখা হয় নতুন করে পরিচয়
নেবে কি তুমি আমায় আগের মতো
বুকে যদি ব্যাথা হয়?
আবার যদি দেখা হয় নতুন করে পরিচয়
নেবে কি তুমি আমায় আপন করে
বুকে যদি ব্যাথা হয়?


রাতের তারার কাছে খবর নিও
আমারও মন ভালো নেই আজ প্ৰিয়
পথের ফুলের মতো আমি একা
যাচ্ছে কেটে বেলা দগ্ধ সময়।


মান করোনা আমার মনের মেয়ে
জল পড়ে আজও আমার চোখ বেয়ে
জানতে চেয়ো না সেই দিনের কারণ
আমার কষ্ট হয় ঠিক তোমার মতন
বলতে পারি না সেই মনের বেদন
সাহস কিছু আজ করেছি সঞ্চয়।


ঝরে পড়া সেই নীল ফুলের গন্ধ
তোমার সেই কবিতার বই দুই
প্রজাপতির লাল রঙ খুঁজতে গিয়ে  
কাশফুলের মুখ আমি আঙুলে ছুঁই
আকাশের মন আজ ভীষণ ভালো
তোমার কি হয় না দয়ার হৃদয়?