অচিন পাখি গগনে ঘুড়িয়া বেড়ায়
জামাল উদ্দিন জীবন


অচিন পাখি গগনে ঘুরিয়া বেড়ায়
কতো কথা কয় সে আপন নাহি হয় ২য়
হলো না মনের মতো অন্তর শুধু ক্ষত
একি বলো ভালোবাসার ছিলো পরিণয় ২য়


সারা জীবন পুষলাম এক আচিন পাখি


আহারে দূর গগনের পাখি ওরে পাখি
তুই কেন করিস রে মিছে ডাকা ডাকি  ২য়
মায়ার বাঁধন ছিন্ন করে দিলিরে ফাঁকি
এপুরা মনকে বুঝাই শত বার  একাকী ২য়


ভুবনে আমার সারা জীবন বৃথাই গেলো
পোষা পাখি না আমার হলো দুঃখ জীবনে ২য়
পাখির শোগে হয়েছি রুগী জ্বালা একা ভুগি
মরণ শুধু আছে বাকি কয় লেখক জীবনে ২য়


রচনা কাল : ০১/০৭/২০২১ দুপুর ২ ঘটিকা