সোনার বরণী কন্যা সাজে নানা রঙে
কালো মেঘ যেন সাজিলো রে ।।
পরথমে পড়িলো শাড়ি
নামে মানিক জোড়া
শাড়ির মধ্যে নাইচা ফেরে
আশি ডাংগর ঘোড়া
কালো মেঘ যেন সাজিলো রে ।।
সেই শাড়ি পড়িয়া কন্যা
শাড়ির পানে চায়
মন মতো না হইলো বইলা
কানিয়া ফালায়
কালো মেঘ যেন সাজিলো রে ।।
তারপরে পড়াইলো শাড়ি
তার নাম হিয়া
এই শাড়ি পড়িয়া হইছে
চল্লিশ কন্যার বিয়া
কালো মেঘ যেন সাজিলো রে ।।
সেই শাড়িখান বড় বিবির
মনের মতো হইলো
অঙ্গের বিজলী আভা
শাড়িতে জড়াইলো
কালো মেঘ যেন সাজিলো রে ।।
শাড়ির মধ্যে লেখা আছে
হাঁস জোড়া জোড়া
শাড়িরও সাগরে তারা
করে ঘোড়া ফেরা
কালো মেঘ যেন সাজিলো রে ।।
শাড়িয়া পড়িয়া কন্যা
মুখে মুখে দিলো পান
আকাশেরও চন্দ্র সূর্য
দেইখা লজ্জা পান
কালো মেঘ যেন সাজিলো রে ।।