রসূল নামে, কে এলো মদিনায়
ওরে, আকাশেরও চান্দো কেড়ে
ও কে আনলো দুনিয়ায় ।।
গলেতে তসবিরো মালা
কে চলে ঐ কমলিওয়ালা
ওরে আমার বুকের দরগা তলা
তারে ডেকে নিয়ে আয় ।।
দেখি নাই শুনি নাই কোথা
মাইনষে না সে মাইনষের ব্যথা
ওরে এমনো দরদির কথা
শুনলে পরাণো জুড়ায় ।।