মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় ।।


আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরী
পাখা নাইকো উইর‍্যা যাব ডানাতে ভর করি
আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় ।।


কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী আমায়


যাওনা ও ভাই সংগে লয়ে খানিক কৃপা করি


সংগে যদি না লও মোরে গিয়ে মদিনায়
এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়


আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় ।।