মাঝি বাইয়া যাও রে।
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে।।


ভেন্না কাষ্ঠের নৌকা খানি।
মাঝখানে তার বুরা


(নৌকার) আগার থাইকা পাছায় গেলে।
গলুই যাবে খইয়া রে।।


দীক্ষা শিক্ষা না হইতে
আগে করছো বিয়া।
(তুমি) বিনে খতে গোলাম হইলে
গাইটের টাকা দিয়া রে।।


বিদেশে বিপাকে যারও
বেটা মারা যায়।
পাড়া-পরশি না জানিয়ে
জানে তারও মা’য়ও রে।।