কি বলিব রে আর
এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা তোমার
দয়াল কি বলিব রে আর ?
কি বলিব সোনার চাঁদ রে 
কি বলিব রে আর।। 
তুই আমার মাথার বেনী, তুই গলার হার
দয়াল তুই গলার হার
তিলেক মাত্র না দেখিলে (দয়াল) সকলই আঁন্ধার 
দয়াল কি বলিব রে আর ?
কি বলিব সোনার চাঁদ রে 
কি বলিব রে আর।। 
সোনা দিবার চায়া রে ছিলি, রুপা নহে রে দিলি
রুপা নহে রে দিলি
কাঞ্চা আনা পিতল দিয়া অবলা ভাড়াইলি
দয়াল কি বলিব রে আর ?
কি বলিব সোনার চাঁদ রে 
কি বলিব রে আর।।
