গুনের ননদ লো পাখি ডাকে বৌ কথা কও
কতকাল যে কয়না কথা অভিমানী বৌ
মধুমতির কূল ভাঙিছে নীল দরিয়ার ঢেউ ।।
কেমন করে কইবো কথা নাক রয়েছে খালি
শাড়িতে মোর জড়িয়ে আছে একশো খানা তালি
ছেঁড়া ছেঁড়া মেঘের আড়ে চাঁদে ঝলক ধরে
ছেঁড়া ফারা কাপড় দিয়ে নকশী কাঁথা গড়ে
গুনের ননদ লো...... ।।
বাইদার কথাগুলো বিষে ভরা মধুর মাছির ঝাঁক
দলে দলে আইসা তারে হুল ফোটায়ে যাক
সেই না মধুর চাকার থনে আইনা মধুর ছিটা
বাইদানীর জবানটারে কইরা দিবেন মিঠা
গুনের ননদ লো...... ।।
ঘরের কাঞ্চি বন সজারু কাঁটা ঝলমল করে
সেই না কাঁটা বাইদার গায়ে ফুড়বো ধরে ধরে
ঘরের কাঞ্চি কলার মোচা দেখলাম একটু ভেবে
তেমনি কইরা বাইদানীর রূপ জ্বলে আবার নেবে
গুনের ননদ লো......