মাঠ ভরা শস্য আছে, ক্ষেত ভরা সবজি আছে;
গাছ ভরা কলা আছে, বরজ ভরা পান আছে;
আরো আছে রাতের বেলা ঢেঁকির পাড়ে
চিড়ে কোটা আর গল্প বলার আসর;
বাবা তোমার কিসের অভাব,
আমায় তুমি কেন রে করলি পর।


ঘরে আছে শোবার কাঠ পড়ার টেবিল চেয়ার,
ফ্রেমে বাধা সবার ছবি সবই হল পর;
আজি আমায় পর করিলে শ্বশুর বাড়ী যায়।
মাগো তোমার কিসের কষ্ট,
আমায় তুমি কেন রে করলি পর।


টাকি মাছের কলাই শাকে সাত সকালে চিতয় পিঠে,
সন্ধ্যা রাতে ভাঁপা পিঠে মা যে দিত আদর করে,
আজি আমি আপন হারা সবাই হইল পর।
মাগো তোমার কিসের কষ্ট,
আমায় তুমি কেন রে করলি পর।
=================
গ্রামঃ টুপিপাড়া, পোঃ খামার পাড়া,
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।