ভরা গাঙ্গে ভয় করিনে
ভয় করি সই বানের জল
ও বানে বাঁধ ভেঙে যায়
রূপেরই ঘাট হয় পিছল ।।
রূপের দেমাগ নিয়ে রে তুই
থাকিস কেমন দেখবো তাই
বুক ফাটে তো মুখ ফোটে না
এমন জ্বালা আর যে নাই
ও রূপসী জেনে শুনেও
জ্বলে কেনো মরিস বল ।।
যদি ভেবেই থাকিস দিবি নে তুই
ও মন নাগর এলে
তবে ডাগর চোখে রাখিস
কেনো আলেয়া জ্বেলে ।
ভোমরা বধূ আসবে বলেই
কুসুমেতে ধরে রং
লজ্জাবতী লাজে মলি
কতোই না তুই জানিস ঢং
সুন্দরী লো মিছেই রে তুই
গরবেতে টলোমল ।।