তুমি বারে বারে শুধু চাও যে জানিতে ওগো
কেনো যে তোমায় এতো আমি ভালোবেসেছি
কে দিলো আমার বুকে এতো ভালোবাসা
যার বিনিময়ে জীবনে তোমার এসেছি ।।


আমি দেখেছি সাগরে এসে
নদী যে নীরবে মেশে
তাদের মিলন শেখালো আমায়
প্রেমেরই গোপন কথা
তাই দেখে শুধু হেসেছি
তারই প্রেরণায় জীবনে তোমার
এতো প্রেম লয়ে এসেছি ।।


ভুবনের মাঝে ফুলো বসন্ত আসে গো যেমন
তারই মতো তুমি দিলে এ জীবন
কতো সে স্বপ্নে ভরে ।


প্রেমের পরশ পেয়ে
তোমার হৃদয় চেয়ে
ফুলের মতো তোমারই লাগিয়া
সুরভী ছড়ায়ে আমি
বাতাসে বাতাসে ভেসেছি
বলো গো কেমনে বোঝাবো তোমারে
কতো আমি ভালোবেসেছি ।।