সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যাই
তুমি কেঁদো না
জীবনের ওপারেও আমি তব পথ চেয়ে রবো
তুমি ভেবো না ।।
পৃথিবীতে ডেকে যদি সাড়া নাহি পাও
এই শেষ দেখা মনে করো না কো তাও
স্মৃতির বাঁশিতে একা বিষাদের কোনো সুখ
তুমি সেধো না ।।
বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মেলে
এইটুকু মনে রেখো তোমার আগেই চলে গেলে ।
আমি হারা এই রাত আসিলে আবার
মোর মধু স্মৃতি রেখো স্মরণে তোমার
বাঁধন ছেড়েই যদি সেই ছেঁড়া মালা দিয়ে
মোরে বেঁধো না ।।