শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নেই তবু অশ্বডিম্ব----
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্
দাও ভাই নাকে এক টিপ নস্যি,
খাও তার পরে এক মগ লস্যি,
লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো ছিক্ ছিক্ ছিক্ ছিক্ |
দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগরা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে |
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাঁট্টা
কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে |
টক্ টক্ টক্ টক্ টরে টককা
আর কত দূরে বোগদাদ মক্কা |
গোলগাল বিশু নন্দী
দিনরাত আঁটে ফন্দি
জুড়ি জুড়ি ভুরি ভুরি বড় বড় কথা বলে |
তাগরাই বেঁটে বড়দা
খায় পান সাথে জরদা,
গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে |
এবাড়ির খেঁদী যায় ভুরু কুঁচকে,
ওবাড়ির খ্যাঁদা হাসে মুখ মুচকে-----
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ |