স্বপ্ন কখনো সত্যি যে হতে পারে
বুঝিনি তো আমি আগে
যা কিছু চেয়েছি সবটুকু পেয়েছি
ভেবে যেনো ভালো লাগে ।।
তাই আকাশে টুকরো মেঘ
সোনা রং আছে লেগে
মন আমার সেই রঙে ভরানো
আমার প্রাণের খুশি ছড়ানো
নতুন গন্ধ ফুলে জাগে ।।
আজ আমায় পূর্ণ করে
জীবন উঠেছে ভরে
বুঝেছি পরম্পরা এই তো
কোথাও আঁধার আর নেই তো
ভরে আছি শুধু অনুরাগে ।।