শোন্ শোন্ শোন্ মজার কথা ভাই----
আমায় বাঁদর শুধায়, কুত্তা শুধায়, ছাগল শুধায় হায়,
সকলেরই মা আছে রে, আমার কেন নাই ||
সব ছেলেকেই দেখি আমি ‘মানিক সোনা’ বলে
আদর করে মা যে এসে নেয় রে টেনে কোলে----
কি হবে আর দুঃখ করে, আয় আয় আয়, সেই ব্যথা ভুলে যাই ||
মা না থাকুক, তোরা আছিস, তোরাই আমার সাথী,
তোদের নিয়েই সুখে দুখে কাটে দিবস রাতি----
আমি তোদের সাথে জীবনটা যে কাটিয়ে দিতে চাই ||