সারাটি জীবন ধরে
তোমারই পাশে মোরে
ছায়া করে রাখো
জনমো মরণো কাছে থাকো ।।
ঝিনুক যেমন বুকে রাখে মুক্তা ধরে
তারই মতো নাও গো আমায় তোমারই করে
তোমারই চোখে কাজল করে আঁকো ।।
আমি প্রজাপতি তুমি প্রদীপেরই আলো
ভালোবেসে জানি ওগো এ মরণ ভালো ।
একবার মন দিলে যায়না ফেরানো তারে
মোহনায় এসে নদী আর কি ফিরিতে পারে
আমারই পাখিকে আকাশ হয়ে ডাকো ।।