আহারে
পরাণ বাঁশরি আজ
মুখরিত বসন্ত বাহারে ।।
তাই যেন অনুক্ষণ
দোলে এই তনু মন
প্রাণেরো গোপন কথা
বলি আমি কাহারে ।।
মধুকর মধু খোঁজে পুষ্প পরাগে
রঙ্গ তরঙ্গ দোলে হৃদয় তরাগে ।
কুহু ওই ধরে তান
মুহু মুহু ভরে প্রাণ
কি যেন ডাকিয়া বলে
হয় কি উকাহারে ।।