ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া
কালকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে গিয়া ।।
ভোরের হাওয়া দোলা দিয়ে কী যে সারা জাগায়
জানিনা তো মনে আমার কিসের ছোঁয়া লাগায়
তোমার ছোঁয়া সূর্যাই রে আকুল করে হিয়া ।।
সকাল হলেই ডাকে পাখি, ফুলকে বলে ফোটো
আকাশেতে যাবো উড়ে ঘর যে আমার ছোট
তোমায় ভাবি সূর্যাই রে রাখিবো ধরিয়া ।।
ঝিরিঝিরি ঝর্ণা ঝরে মন যে ওঠে মেতে
মাতাল সুরে বাঁশি বাজে শুনি কান পেতে
খোলো আঁখি সূর্যাই রে আলোর মালা নিয়া ।।