ও শিমুল বন দাও রাঙিয়ে মন
কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিলো ডাক
মধুর লোভে ভীড় জমালো
মৌ পিয়াসী অলির ঝাঁক ।।
কামরাঙা বউ মুখ ঢাকে লাল টেলিতে
চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে
দিস নে গো লাজ তারে দোহায় কথা রাখ
আজ দোসর খোঁজে ঘোমটা করে ফাঁক
ও তাই ঘোমটা করে ফাঁক ।।
আজকে আমার মন হারাবার
এলো কি সেই লগ্ন গো
কিসের সাড়ায় কার ইশারায়
স্বপ্নে আছি মগ্ন গো ।
বউ কথা কও ওই তো বাজায় শাখ
আবেশে আজ শুধু হৃদয় ভরে থাক
হেসে প্রহর বয়ে যাক