না না না ও নামে নয়
ও নামে ডাকলে আমায় উপহাস মনে হয় ।।


আমি নই রাজ কন্যা তোমার কাছে
তুমি ছাড়া আমার বলো কে আর আছে
যেনো তোমার এ প্রেম মাথায় আমার
মুকুট হয়ে রয় ।।


জনম আমার রাজার ঘরে অপরাধ বলো কার
তুমি আমার প্রাণের রাজা সেই তো আমার অহংকার ।


তুমি আমার স্বপ্ন সুখের সাধনা গো
মিলনের এ মালায় আমায় বাঁধো না গো
তুমি আমার জীবন মরণ
আমার পরিচয় ।।