না জানি কোন ছন্দে একি দোলা জাগে
আজ আমার এতো কেনো ভলো লাগে ।।
ঝিরঝির হাওয়ায় দোলা বনফুলের গুঞ্জে
গুনগুন সারাবেলা মৌমাছি ওই গুঞ্জে
এ জীবনে এ লগন আসেনি তো আগে ।।
ওরে পলাশ পারুল তোরা শোন
হায় হারিয়ে গেছে আমার মন
বুঝি আকাশে বাতাসে তাই এ দোলা জাগে ।।
রিমঝিম ঝিম নেশা লাগে মহুল ফুলের গন্ধে
রুম ঝুম ঝুম কার নূপুরের সুর বাজে ছন্দে
এ জীবন যেন আর ভরে অনুরাগে ।।