মনের মাধুরী মিশিয়ে
আমি তোমায় করেছি রচনা
আমার আমিরে তোমারে দিলাম তাই
আলো আর গানে দিনগুলি ভরে যাই ।।
যে মালা বন্ধু কন্ঠে আমার পরালে
তারই বন্ধনে তুমি কি আমায় জড়ালে
মোর মরমের প্রতি অনুভবে
তোমায় যেন গো পাই ।।
নিজেরে জানার যতটুকু আমি পেয়েছি গো অধিকার
এ যেন আমার নীরব অহংকার ।
গানের রাখাল যে বাঁশি তোমার বাজালে
তারই সুরে সুরে এ ভুবন খানি সাজালে
শুধু এইটুকু পেয়ে সঞ্জয় মোর
পূর্ণ করিতে চাই ।।