মহুল ফুলে জমেছে মৌ
হিজল ডালে ডাহুক ডাকে
ওগো কালো বৌ কোথায় তুমি যাও
ঝিকিমিকি ঝাউয়ের ফাঁকে বাদামী রোদ ঝলকে
দোপাটিতে খোঁপাটি সাজাও ।।


ঝরোঝরো কৃষ্ণচূড়া ছায়া ছড়ালো
লাজুক চোখে নীলাকাশ মায়া ঝরালো
কেনো আলতা রাঙা আলতো চলাতে নূপুরো বাজাও ।।


পলাশ বনে মৌমাছি এলো ঐ গুঞ্জন করে
আমার মনের কিছু কথা সুরের দোলায়
যেনো হৃদয় দিলো ভরে ।


তবে কি সেই পরদেশী ফিরে এলো না
তারে কি হায় আঁখি তোমার ফিরে পেলো না
কেনো সেই সে বধূর মধুর স্বপনে পরাণো না যাও ।।