লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না
চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না ।।


জেদ বড়ো লালপেড়ে টিয়ারঙ শাড়ি চাই,
মনভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই
বাটাভরা পান দেবো, মান কেন যায় না ।।


ছোট থেকে কোনোদিন বড়ো যদি হতে চাও,
ভালো করে মন দিয়ে পড়াশুনা করে যাও
দুষ্টুমি করে যে, কেউ তারে চায় না ।।